আশার আলো দেখছেন জাতিসংঘ মহাসচিব
গেল ২০২০ সাল দুঃখজনক, ঘটনাবহুল, কঠিন পরীক্ষা এবং অশ্রুসিক্ত একটি বছর ছিল। এমনটিই মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের জীবনকে পাল্টে দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গোটা বিশ্বকে কঠিন এক দুর্ভোগ ও শোকের মধ্যে ডুবিয়ে দিয়েছে ভাইরাসটি। অনেক প্রিয়জন হারিয়ে গেছে আমাদের মধ্যে থেকে। মহামারি বাড়িয়ে অসুস্থতা এবং মৃত্যুর নতুন ঢেউ তৈরি করছে এটি।
জাতিসংঘ মহাসচিব আজ বৃহস্পতিবার এক বার্তায় বলেন, বিশ্বে বৃদ্ধি পাচ্ছে দারিদ্র্য, অসাম্য ও ক্ষুধা। অনেক মানুষ চাকরি হারিয়ে ঋণের জালে জড়িয়ে যাচ্ছে। লড়াই করছে কিশোর-কিশোরীরা। বেড়ে যাচ্ছে পারিবারিক সহিংসতা। সব মিলিয়ে সর্বত্রই নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তবে এতো কিছুর পরও আসছে নতুন বছরে আশার আলো দেখতে পাচ্ছি আমরা।
গুতেরেস বলেন, চলমান মহামারিতে এক মানুষ আরেক মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে, হোক সেটা প্রতিবেশী কিংবা অপরিচিত। করোনা প্রতিরোধে নিয়োজিত সম্মুখযোদ্ধারা তাদের সব কিছু উজাড় করে দিচ্ছেন। রেকর্ড সময়ের মধ্যে ভ্যাকসিন তৈরি করছেন বিজ্ঞানীরা। এ ছাড়া বিশ্বের দেশগুলো জলবায়ু বিপর্যয়রোধে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে। ঐক্য ও সংহতি নিয়ে যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি, তাহলে এ আশার আলো বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া সম্ভব। আর এই কঠিন বছরের শিক্ষা এটিই।
জাতিসংঘ মহাসচিব বলেন, মরণাত্মক এই ভাইরাসটির প্রভাব থেকে মুক্তি, ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার, সমাজে বিভাজন থেকে নিরাময় এবং সর্বপরি পৃথিবী নামক গ্রহটির নিরাময় শুরু করা জরুরি। আসছে নতুন বছর ২০২১ সালে এগুলো অবশ্যই আমাদের প্রত্যয়। জাতিসংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি একটি শুভ এবং শান্তিপূর্ণ নতুন বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।